চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার পদুয়া গ্রামে মাদকসেবীদের সশস্ত্র হামলায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলায় বেশ কয়েকজন মারাত্মকভাবে আহত হন এবং তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, এই হামলার পেছনে রয়েছেন স্থানীয় ইউপি সদস্য মেহেদী হাসান, যিনি মাদকের প্রধান এজেন্ট হিসেবে পরিচিত। তারা দাবি করেন, মেহেদী হাসানের নির্দেশেই এই হামলা চালানো হয়েছে, যাতে মাদকের বিরুদ্ধে কথা বলা লোকদের চুপ করিয়ে দেওয়া যায়।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, প্রশাসন পুরো বিষয়টি উপেক্ষা করে চলেছে এবং কিছু কর্মকর্তার বিরুদ্ধে মাসোহারা নেওয়ার অভিযোগ উঠেছে। এতে করে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে মনে করছেন ভুক্তভোগীরা।
এলাকাবাসী দ্রুত তদন্ত ও জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
প্রশাসনের নিকট জবাবদিহিতা এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছে সচেতন মহল
Leave a Reply