1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন

গাজীপুরে বিদেশী মদসহ গ্রেফতার ২

গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুর থেকে ১৬০ বোতল ভারতীয় মদসহ ২জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

 

গ্রেপ্তারকৃতরা হলো, মো: ইমরান হোসেন (২৪) ও আরিফ হোসেন বাপ্পি ওরফে বাবু (২৪)। শনিবার বিকেলে গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো: যাবের সাদেক এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

 

পুলিশ সুপার ড. চৌধুরী মো: যাবের সাদেক জানান, শনিবার সকালে জেলার শ্রীপুর থানাধীন জৈনাবাজার এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেত্রকোনা জেলার কলমাকান্দা হতে আসা একটি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি করে গোয়েন্দা পুলিশের সদস্যরা।

 

তল্লাশি চালিয়ে ভ্যানে মধ্যে চারটি প্লাস্টিকের বস্তায় থাকা ১৬০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ সময় কাভার্ডভ্যানের ড্রাইভার ইমরান হোসেন ও হেলপার আরিফ হোসেন বাপ্পিকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক দাম ৫ লাখ টাকা। এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট