দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে কুখ্যাত ডিলার রফিক। তার নিয়ন্ত্রণে রয়েছে একটি সংঘবদ্ধ চক্র,
যারা দিন-দুপুরে মাদকের হাট বসায় পাড়া-মহল্লায়। ফেনসিডিল, ইয়াবা, গাঁজা—সবই মেলে রফিকের হাত ধরে।স্থানীয়দের অভিযোগ, রফিকের পেছনে রয়েছে প্রভাবশালী মহলের ছত্রছায়া।
ফলে বহুবার অভিযোগ দিয়েও কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি প্রশাসন। বরং যারা প্রতিবাদ করেছে, তাদের হুমকি-ধমকি দিয়ে চুপ করিয়ে দেওয়া হয়েছে।
চোখে পড়ার মতো কিছু তথ্য:প্রতিদিন লক্ষাধিক টাকার মাদক বিক্রি হয় রফিকের নেটওয়ার্কে।
স্কুল-কলেজপড়ুয়া তরুণরাও তার কাস্টমার হয়ে পড়ছে।রফিকের বিরুদ্ধে একাধিক সাধারণ ডায়েরি (জিডি) থাকলেও মামলা গড়ায় না। স্থানীয়দের দাবি:
রফিক ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। প্রশাসনের রহস্যজনক নীরবতা দূর করে, এলাকা থেকে মাদক নির্মূল করতে হবে।
Leave a Reply