1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৬:২৩ অপরাহ্ন

পাঁচবিবিতে কাব কার্নিভালের উদ্বোধন

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :
  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

জয়পুরহাটের পাঁচবিবিতে বাংলাদেশ স্কাউটস কাব কার্নিভালের শুভ উদ্বোধন করা হয়েছে। স্কাউট কাব প্রাথমিক বিভাগের আয়োজনে কার্নিভাল-২৫ সোমবার সকালে পাঁচবিবি পৌর শহরের লতীহাটি দারুল ইসলাহ একাডেমী মাঠে অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আজিজুর রহমান সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থী স্কাউট দলের সদস্যরা। অনুষ্ঠানে অংশগ্রহণকরা কাব স্কাউটরা বিভিন্ন খেলাধুলা, চিত্রাঙ্কন, কুইজ এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে নিজেদের সৃজনশীলতা ও নেতৃত্বের দক্ষতা প্রদর্শন করে।

 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এ ধরনের আয়োজন শিশুদের মানসিক বিকাশ ও সমাজ সচেতনতায় বড় ধরনের ভূমিকা রাখতে সক্ষম হবে। স্কাউটিং একজন শিশুকে সমাজে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক”। এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও দেশপ্রেম জাগাতে কার্যকর ভূমিকা রাখবে বলেন, প্রধান অতিথি ইউএনও মহোদয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট