1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কিশোরী উম্মে হাবিবা অপহরণ : পুলিশের অবহেলায় এখনও উদ্ধার হয়নি

মোঃ মিঠু মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রামনাথপুর এলাকা থেকে অপহৃত কিশোরী উম্মে হাবিবা এখনও নিখোঁজ। ঘটনার প্রায় তিন সপ্তাহ পার হলেও পুলিশ ভিকটিমকে উদ্ধারে সম্পূর্ণ ব্যর্থ। ফলে ভুক্তভোগী পরিবার চরম অসহায়ত্ব ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। জনমনে প্রশ্ন উঠেছে—আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা আসলে কতটা কার্যকর?

 

ভিকটিমের বাবা মো. হেলাল হোসেন গত ১৮ জুন ২০২৫ তারিখে গোবিন্দগঞ্জ থানায় অপহরণ মামলা (মামলা নং-৪৬) দায়ের করেন। মামলায় একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, ৩১ মে সকালে অভিযুক্তরা পরিকল্পিতভাবে কিশোরীকে ফুঁসলিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ করেও মেয়েটির কোনো সন্ধান পাননি।

 

মামলার পর দীর্ঘ সময় পার হলেও পুলিশ এখনও কেবল আশ্বাস দিয়েই দায়িত্ব শেষ করছে। উদ্ধার তৎপরতায় পুলিশের শ্লথ গতি এবং গাফিলতিতে পরিবারের পাশাপাশি সাধারণ মানুষও ক্ষুব্ধ। ভুক্তভোগীর পরিবার বারবার পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্বারে দ্বারে ঘুরলেও আশানুরূপ কোনো অগ্রগতি নেই।

 

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন,

 

মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত চলছে। পুলিশ ভিকটিম উদ্ধারে সর্বাত্মক চেষ্টা করছে।

 

পুলিশের চেষ্টার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি না। একজন কিশোরী অপহৃত হওয়ার পর এতদিনেও উদ্ধার না হওয়া চরম ব্যর্থতা। অবিলম্বে মেয়েটিকে উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে।”

 

এ ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সচেতন মহল পুলিশের দায়িত্বহীনতা ও গাফিলতির কঠোর সমালোচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছে

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট