1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০১:১৯ অপরাহ্ন

টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৩ লক্ষ টাকা মূল্যের ১০ কেজি গাঁজা জব্দ

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম,প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৩ লক্ষ টাকা মূল্যের ১০ কেজি গাঁজা জব্দ।

 

তিনি বলেন. গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ২৩ জুন ২০২৫ তারিখ সোমবার মধ্যরাত ১ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন শিশুপার্ক সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি মাইক্রোবাসের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড আভিযানিক দল কর্তৃক গাড়ীটি থামানো হয়। পরবর্তীতে উক্ত গাড়ি তল্লাশী করে গাড়ীর ব্যাক ডালায় রাখা একটি ব্যাগ হতে ৩,০০,০০০ (তিন লক্ষ মাত্র) টাকা মূল্যের ১০ কেজি গাজা জব্দ করা হয়। কোস্ট গার্ড আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি দৌড়ে পালিয়ে যায় এবং গাড়িতে অবস্থানরত অন্য ৪ জন ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত গাঁজার সাথে কোনো ধরনের সম্পৃক্ততা না পাওয়ায় মুচলেখা নিয়ে গাড়িসহ ছেড়ে দেওয়া হয়।

 

জব্দকৃত গাঁজার পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট