1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন

গাইবান্ধায় জামাই-শ্বাশুড়ির গাঁজা কারবার, পুলিশের জালে ধরা উদ্ধার ৪ কেজি ৮শ’ গ্রাম গাঁজা

মোঃ মিঠু মিয়া, গাইবান্ধা, জেলা, প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিনব পন্থায় গাঁজা বহনের সময় জামাই ও শ্বাশুড়িকে আটক করেছে পুলিশ।

 

আজ বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানা মোড় চারমাথা এলাকায় মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

 

মোটরসাইকেলের ট্যাংকির ভেতর ও সিটের নিচে লুকিয়ে রাখা ৪ হাজার ৮০০ গ্রাম (৪ কেজি ৮শ গ্রাম) গাঁজা উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে গাঁজা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

 

আটককৃতরা হলেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ফারুক হোসেন (২৮) ও তার শ্বাশুড়ি নাসিমা বেগম (৪৫)।

 

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, “মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

 

স্থানীয়রা বলছেন, মাদক পাচারে এখন নানা ধরনের কৌশল ব্যবহার করছে চক্রগুলো। জামাই-শ্বাশুড়ির মাদক পাচারের ঘটনা জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করেছে

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট