1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৭ পূর্বাহ্ন

রোহিঙ্গাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ, অভিযুক্ত ইয়াহিয়া মাহমুদ আটক

নুরুল বশর উখিয়া প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

রোহিঙ্গা ক্যাম্পে “প্রশাসনের নাম” ব্যবহার করে সাধারণ রোহিঙ্গাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক রোহিঙ্গা প্রতারককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী বিষয় টি নিশ্চিত করেছেন ক্যাম্প প্রশাসন।

 

জানা গেছে, অভিযুক্ত রোহিঙ্গা ইয়াহিয়া মাহমুদ (এফসিএনঃ ২৬২২২২০), পিতা আবু সালাম, মাতা নূর জাহান, ক্যাম্প-২ ওয়েস্ট, ব্লক-বি, সাব-ব্লক বি-৫– দীর্ঘদিন ধরে নিজেকে নিরাপত্তা বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তার পরিচিতজন হিসেবে পরিচয় দিতেন। তিনি কর্পোরাল মুসলিম (এফআইইউ)-এর নাম ব্যবহার করে তাকে “আর্মির কর্নেল মুসলিম” হিসেবে উপস্থাপন করে সাধারণ রোহিঙ্গাদের প্রতারণার ফাঁদে ফেলতেন রোহিঙ্গাদের কে।

 

তিনি দাবি করতেন, বিভিন্ন সমস্যা সমাধান করে দিতে পারবেন এবং কর্নেল মুসলিম বা পুলিশের এসআই কর্মকর্তাদের সাথে তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। এমনকি RRRC (শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার) কমিটির সাথে তার সম্পর্ক রয়েছে বলেও রোহিঙ্গা জনগোষ্ঠী ও মাঝিদের ভয় দেখিয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিতেন।

 

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২৫ জুন ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬ ঘটিকায় উক্ত প্রতারককে উখিয়া আর্মি ক্যাম্পে নিয়ে আসা হয়।
অভিযোগের সত্যতা যাচাইয়ের পর উখিয়া ক্যাম্পের কর্ডশেল কমান্ডার তাকে উখিয়া থানায় হস্তান্তর করেন।

 

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ রোহিঙ্গাদের প্রতারণার হাত থেকে রক্ষা করতে এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট