বাংলা নববর্ষ-১৪৩২ এবং রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষে সপ্ততি শুক্রবার, ২৭ জুন ২০২৫,বিকাল ৫:৩০ ঘটিকায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্কে (৩১-১০ ৩৭ তম এভিনিউ, স্যুইট # ২০১, লং আইল্যান্ড সিটি, নিউইয়র্ক-১১১০১) এক সাংষ্কৃতিক অনুষ্ঠান মাধ্যমে রবীন্দ্র-নজরুল জয়ন্তী পালন করা হয় ।খবর আইবিএননিউজ
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিউইয়র্কের হেড অফ চ্যান্স্যারি ও কাউন্সিলর ইশরাত জাহানের সার্বিক উপস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠিত রবীন্দ্র-নজরুল জয়ন্তীতে সবাইকে শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কনস্যুলেট নিউইয়র্ক এর কনসাল জেনারেল এম.মোজাম্মেল হক ।এতে সংগীত পরিবেশন করেন নন্দিত সংগীতশিল্পী রিজিয়া পারভীন,রেশমী মির্জা,তমা সাহা ও বাউল শিল্পী শাহীন হোসেন প্রমুখ ।
নবনিযুক্ত কনসাল জেনারেল এম মোজাম্মেল হক বলেন,নতুন আশা,নতুন উদ্দীপনা আর নতুন প্রতিশ্রুতি নিয়ে নববর্ষ আমাদের মাঝে এসেছে ।বিগত দিনের সকল হতাশা, দুঃখ, বেদনা,গ্লানি আর ব্যথতাকে পেছনে ফেলে জীবনের জয়গানের বার্তা নিয়ে এসেছে নববর্ষে ।তিনি বলেন,হাজার বছরের ঐতিহ্যে লালিত বাঙালির সমৃদ্ধ চেতনার এর মূল প্রেরণা হচেছ আমাদের প্রাণের বৈশাখী উৎসব ।গোঁএ-বর্ণ-ধর্ম-জাতি নির্বিশেষে বাংলার সকল মানুষের সার্বজনীন উৎসবের নাম নববর্ষের উৎসব ।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী,কবি,সাংবাদিক,সাহিত্যিক,বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন দেশের কুটনৈতিক ব্যক্তিবর্গ এব কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।অনুষ্ঠান শেষে সবাইকে নৈশভোজে ভোজে আপ্যায়ন করা হয় মজাদার ও রকমারি খাবারের আয়োজন ছিল বিশেষ প্রসংশনীয়
Leave a Reply