বৃহস্পতিবার:সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব ভিপি শহীদ স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি আনুমানিক রাত ৩টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ভিপি শহীদ ছিলেন সিংগাইরের রাজনৈতিক অঙ্গনের অন্যতম পরিচিত মুখ। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং দলের প্রতি ছিলেন আজীবন নিবেদিত। তাঁর এই হঠাৎ প্রয়াণে সিংগাইরসহ পুরো মানিকগঞ্জ জেলায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার, সহকর্মী, রাজনৈতিক নেতা এবং সাধারণ জনগণ তাঁর শোকে মুহ্যমান। দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাঁর বাসভবনে ছুটে গিয়ে গভীর শোক প্রকাশ করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর নামাজে জানাজার সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে।
Related
Leave a Reply