মাগুরা জেলা পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের নিজস্ব তহবিলের আওতায় জেলার ১৫৬ জন দুস্থ ও মেধাবী শিক্ষার্থীর মধ্যে এককালীন শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।
গতকাল (বৃহস্পতিবার) জেলা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রত্যেক শিক্ষার্থীকে ১০ হাজার টাকার চেক এবং দুটি করে ফলদ ও ঔষধি গাছ উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসিনা মমতাজ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি হোসেন শহিদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজভী জামান। এ ছাড়াও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাগুরা জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার সেলিম ও সদস্যসচিব মো. হুসাইন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের মেধা ও মানবিক গুণাবলি বিকাশে এমন শিক্ষাবৃত্তি শুধু অর্থনৈতিক সহায়তা নয়, বরং তাদের ভবিষ্যতের জন্য একটি অনুপ্রেরণা। এই বৃত্তি যেন শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, দায়িত্ববোধ ও মানবিকতা জাগ্রত করে, সেই লক্ষ্যেই আমাদের প্রয়াস।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা বলেন, এ বৃত্তি তাদের আত্মবিশ্বাস বাড়াবে এবং লেখাপড়ায় আরও মনোযোগী হতে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেওয়া হয়। উপস্থিত অভিভাবকেরা বলেন, শিক্ষা মানুষকে আলোকিত করে, আর এ আলোকিত মানুষই আগামী দিনের সমাজ ও রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবে। জেলা পরিষদের এই উদ্যোগ শিক্ষাক্ষেত্রে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।
Leave a Reply