1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৪:২৫ অপরাহ্ন

কক্সবাজারের কুতুবদিয়ায় ৪ জন জেলেসহ অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ!

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

আজ বৃহস্পতিবার ১৭ জুলাই রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৭ জুলাই বৃহস্পতিবার কোস্ট গার্ড স্টেশন কুতুবদিয়া কর্তৃক নিয়মিত টহল চলাকালীন কক্সবাজার জেলার কুতুবদিয়া থানাধীন আলী আকবর ডেইল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ৪ জন জেলেসহ একটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট (এমভি আল্লার দান-২৭৫) জব্দ করা হয়।

 

আটককৃত ৪ জন জেলেসহ জব্দকৃত অবৈধ ট্রলিং বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চোরাচালান রোধ অনেকাংশে উন্নত হয়েছে। মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট