1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন

বাংলাদেশ জামায়েত ইসলামীর সমাবেশে, দাকোপের আমিরের মৃত্যু,

দাকোপ প্রতিনিধি ,
  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।চিরদিন আমরা পৃথিবীতে কেহ বেঁচে থাকবো না।এমন জীবন করিও গঠন,মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন।

 

সত্যিই তাই, তার জন্য সকল ধর্মের মানুষের চোখে পানি (জল)এ যেন বিশ্বাস করার মত নয়। সবার মনে ক্লান্তি ভরা ব্যথা, কষ্টের বানী আর আবেগঘন আকুতি মিনতি।শনিবার (১৯জুলাই)ভোর ৪ টার দিকে ঢাকা-ভাংগা এক্সপ্রেসওয়ের পৌরসভার সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাস্থলে বাংলাদেশ জামাত ইসলামীর খুলনা জেলার দাকোপ উপজেলার সম্মানিত আমির মাওলানা আবু সাঈদ (৫০)শাহাদাত বরণ করেন।জানা যায়, সমাবেশে যাওয়ার সময়, পথের মধ্যে বিরতি নেয়।বিরতির সময়ই এই দুর্ঘটনা ঘটে। এছাড়া আরো ছয়জন গুরুত্বর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

খুলনার দাকোপ উপজেলা জামায়াত ইসলামীর আমির এবং অপর সবাই জামায়াতের কর্মী বলে জানা যায়। এদের মধ্যে দুজনের অবস্থা খুবই আশঙ্কা জনক। সকলের বাড়ি খুলনা জেলার দাকোপ উপজেলায়। ভাঙ্গা হাইওয়ে থানার,ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃরকিবুজ্জামান জানান, মহাসমাবেশে যোগদানের উদ্দেশ্যে একটি বাস করে জামায়াতের নেতাকর্মীরা খুলনা থেকে ছেড়ে এসে ভাঙ্গা গোল চত্ত্বর মহাসড়কে যাত্রা বিরতি দেয়। ওই সময় বাস থেকে নেমে বাসের সামনে দাড়িয়ে ব্যানার ঠিক করছিল আমীর।

তখন দাঁড়িয়ে থাকা বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয় অপর একটি বাস (রয়েলএক্সপেক্স)বাসের ধাক্কায় ঘটনা স্থলে জামায়াতে ইসলামীর খুলনা জেলার দাকোপ উপজেলার আমীর মাওঃ আবু সাঈদ নিহত হন।আহত সকলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

এছাড়া দাকোপ উপজেলার নিহত আমিরের মরাদেহ, দাকোপ উপজেলার চালনা বিল্লালিয়া আলিম মাদ্রাসা ময়দানে নেওয়া হয়। সেখানে বাংলাদেশ জামায়াত ইসলামের খুলনা জেলার আমীর সহ সকল দলমত নির্বিশেষে সকল দলের রাজনৈতিক নেতা কর্মীরা উপস্থিত হন। এবং তারা সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। পরে আসরবাদ জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট