1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৮:৩৩ অপরাহ্ন

ঢাকা মহানগর পিপির উন্নত চিকিৎসার ব্যবস্থা করলেন তারেক রহমান

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী গত কিছুদিন যাবত অসুস্থতায় ভুগছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা হৃদরোগের জটিলতার জন্য উন্নত চিকিৎসার পরামর্শ দেন।

বিষয়টি জানতে পেরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেন এবং তাকে সিঙ্গাপুরে পাঠানোর ব্যবস্থা করেন। তারেক রহমানের সরাসরি তত্ত্বাবধানে অ্যাডভোকেট ফারুকীকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি চিকিৎসার সব দায়িত্ব গ্রহণ করেছেন।

মঙ্গলবার (২২ জুলাই) জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল সজল বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদীন ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালকে এই চিকিৎসা প্রক্রিয়ায় সার্বিক সহযোগিতা ও তদারকির নির্দেশ দিয়েছেন।

অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকীর দ্রুত আরোগ্য কামনায় আইনজীবী ফোরামের সভাপতি ও মহাসচিব দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট