1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন

ভুটানের লিগে ভারি হচ্ছে সাবিনাদের দল

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

ভুটানের নারী ফুটবল লিগে সাবিনা-ঋতুপর্ণাদের দল ভারি হচ্ছে। এবার থিম্পুতে খেলতে যাচ্ছেন তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়র।

সোমবার সকালে ভুটানে গেছেন তারা। দুজনই রয়্যাল থিম্পু কলেজ এফসির হয়ে খেলবেন। এই প্রথম দেশের বাইরে কোনো লিগে খেলবেন তহুরা খাতুন।

তিনি বলেন, ‘খুবই ভালো লাগছে। চেষ্টা করব পারফর্ম করতে এবং লিগের অভিজ্ঞতা পরবর্তীতে দেশের হয়ে কাজে লাগাতে।’

ভুটান লিগে আগে থেকে খেলছেন বাংলাদেশের ১০ নারী ফুটবলার। থিম্পু সিটিতে খেলছেন সানজিদা আক্তার, মারিয়া মান্দা ও শামসুন্নাহার সিনিয়র। পারো এফসিতে সাবিনা খাতুন, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া রয়েছেন।

ট্রান্সপোর্ট ইউনাইটেডে ডিফেন্ডার মাসুরা পারভীন, গোলকিপার রুপনা চাকমা ও ফরোয়ার্ড কৃষ্ণা রানী। এই ১২ জনের বাইরে আরও তিন ফুটবলার শিউলি আজিম, নিলুফা ইয়াসমিন ও লিপি আক্তারের সঙ্গে চুক্তি করেছে পারো এফসি। তারাও ভুটানে খেলেতে যাবেন।

বাংলাদেশ নারী ফুটবল দল আগামী মার্চে এশিয়ান কাপে খেলবে। ভুটানের নারী লিগ চলবে নভেম্বর পর্যন্ত। এরপর সাফ নারী ক্লাব টুর্নামেন্ট হওয়ার কথা।

দেশি-বিদেশি ক্লাবের ব্যস্ত সূচিতে জাতীয় দলের প্রস্তুতি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কীভাবে করবে সেটাই এখন দেখার বিষয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট