1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৩:৩৯ অপরাহ্ন

কুড়িগ্রামে পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই কারবারি আটক

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।

 

বুধবার (২৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালামের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার কুটি চন্দ্রখানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলেন—উপজেলার কুটি চন্দ্রখানা এলাকার মৃত হায়দার আলীর ছেলে আশরাফ আলী (৫০) এবং নজরুল ইসলামের ছেলে শহীদুল ইসলাম (৪২)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি আব্দুস সালাম জানান, আটক দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, “মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এলাকাকে মাদকমুক্ত রাখতে পুলিশ সর্বদা প্রস্তুত।”

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট