1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৮:২৩ পূর্বাহ্ন

বল্লমঝাড় ইউনিয়ন ভূমি অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়ন ভূমি অফিসে দীর্ঘদিন ধরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

 

স্থানীয় সূত্র জানায়, অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম মিয়া খারিজের জন্য প্রতি আবেদনকারীর কাছ থেকে ১১৭০ টাকা এবং খাজনা দেওয়ার ক্ষেত্রে প্রায় ৫০০০ টাকা পর্যন্ত দাবি করছেন। ফলে সেবা নিতে এসে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

 

সেবা প্রার্থীদের অভিযোগ, সরকার নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। এছাড়াও দালালচক্র এবং কর্মকর্তাদের দায়িত্বহীনতার কারণে ভূমি অফিসের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

 

এ বিষয়ে জানতে একাধিকবার অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

 

স্থানীয়রা অভিযোগ করে বলেন, এ ধরনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দ্রুত সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট