1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন

যুদ্ধে ইসরায়েলকে সহায়তা করতে প্রস্তাব দেওয়া হয় সৌদিকে, যা করেছিল দেশটি

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

গত ১৩ জুন ইরানে আকস্মিক হামলা চালায় দখলদার ইসরায়েল। এরপর ইরানও দখলদারদের লক্ষ্য করে মিসাইল হামলা শুরু করে। যেগুলো নিজেদের এবং যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত করার চেষ্টা চালায় ইসরায়েল।

তবে ইরানের হামলা প্রতিহত করতে করতে ইসরায়েলিদের ‘থাড’ প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় ফুরিয়ে আসছিল। তখন ইসরায়েলকে সহায়তা করার জন্য সৌদি আরবকে প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র।

মার্কিন কর্মকর্তারা সৌদিকে অনুরোধ জানায়, ইসরায়েলকে যেন তারা থাড প্রতিরক্ষা ব্যবস্থা দেয়। তবে সৌদি আরব সঙ্গে সঙ্গে এ প্রস্তাব প্রত্যাখ্যান করে।

থাড প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের তৈরি। মাত্র কয়েকমাস আগে সৌদি আরবে যুক্তরাষ্ট্রের থাড এসে পৌঁছায়। এরপর গত ৩ জুলাই আনুষ্ঠানিকভাবে তারা থাড ব্যাটারির উদ্বোধন করে।

সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই শুক্রবার (২৫ জুলাই) এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্র সৌদিকে জানায়, ইরান যেমন ইসরায়েলের শত্রু, তেমনই সৌদির শত্রু। এ কারণে তাদের ইসরায়েলকে সহায়তা করা উচিত। তা সত্ত্বেও সৌদি প্রস্তাবে সাড়া দেয়নি। এতে করে মার্কিন কর্মকর্তারা ক্ষুব্ধ হন।

ইরানের অব্যাহত মিসাইল হামলার কারণে দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইল ফুরিয়ে আসছিল। সঙ্গে যুক্তরাষ্ট্র তাদের যেসব প্রতিরক্ষা মিসাইল দিয়েছে সেগুলোও কমে আসছিল।

ইসরায়েলের নিজস্ব তিন ধাপের প্রতিরক্ষা ব্যবস্থা ও মার্কিন ব্যবস্থা থাকা সত্ত্বেও ইসরায়েলি শহর ও সামরিক কেন্দ্রগুলোতে আঘাত হানতে থাকে ইরানের মিসাইল।

সূত্র: মিডেল ইস্ট আই

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট