কায়রোর ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলে বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে বাংলাদেশের শিক্ষার্থীরা। মর্যাদাপূর্ণ এই পরীক্ষার সেরা ১০ জনের তালিকায় জায়গা করে নিয়েছে ৫ জন বাংলাদেশি শিক্ষার্থী—যা দেশের ইতিহাসে এক গৌরবময় অধ্যায় হিসেবে স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো।
এই সাফল্য শুধু কয়েকজন কৃতী শিক্ষার্থীর নয়; এটি গোটা জাতির, বাংলাদেশের শিক্ষাব্যবস্থা ও পরিশ্রমী ছাত্রসমাজের সম্মিলিত জয়। আল্লাহর অশেষ রহমত, নিরলস অধ্যবসায় ও জ্ঞানের প্রতি অনুরাগের মাধ্যমে তারা প্রমাণ করেছে—বাংলাদেশের সন্তানরা মেধা ও মননে কোনো অংশে পিছিয়ে নেই।
বিশ্বব্যাপী স্বীকৃত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান আল-আজহারের অধীনে মাহাদের এই অনন্য মেধার তালিকায় বাংলাদেশের আধিপত্যে আনন্দে ভাসছে দেশের ছাত্রসমাজ। বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ইতিহাদ তাদের অভিনন্দন জানিয়ে বিবৃতিতে বলেছে,
“এই শিক্ষার্থীরা শুধু নিজেদের নয়, বাংলাদেশ ও বাংলাদেশের শিক্ষাব্যবস্থার মানকে বিশ্ব দরবারে তুলে ধরেছে। তাদের এই অর্জন পুরো জাতির জন্য এক ঐতিহাসিক গৌরব।”
সংগঠনটি আরও দোয়া করে বলেছে,
“আল্লাহ তাআলা এই সাফল্য কবুল করুন, দ্বীনের খেদমতে তাদেরকে আরও কাজে লাগান এবং ভবিষ্যতে আরও বড় অবদান রাখার তাওফিক দান করুন। আমিন।”
বাংলাদেশি শিক্ষার্থীদের এই ঐতিহাসিক অর্জনে কায়রোর আজহার ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সহপাঠীরা একে অপরকে আলিঙ্গন করে অভিনন্দন জানাচ্ছে। গর্বে উজ্জ্বল প্রতিটি মুখে যেন বাংলাদেশের স্বপ্নময় ভবিষ্যতের আভাস।
এই সাফল্য প্রমাণ করল, সীমান্তের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের মেধা আজ আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে।
লেখক ও কলামিস্ট, শিক্ষার্থী, আল-আজহার বিশ্ববিদ্যালয়, কায়রো, মিশর
Leave a Reply