1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন

জামায়াত নেতার মন্তব্য সব দল দেখা শেষ, এবার জামায়াতে ইসলামীকে দেখবে মানুষ

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করার কথা বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

তিনি বলেন, সব দল দেখা শেষ, দেশের মানুষ এবার জামায়াতে ইসলামীকে দেখবে। ফ্যাসিবাদের সব পথ বন্ধ করে দিয়ে গড়তে হবে নতুন বাংলাদেশ।

শনিবার (২৬ জুলাই) বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল মিলনায়তনে ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হেলাল বলেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিশ্চিত করা হবে। আমরা যদি পরিকল্পিতভাবে কাজ করি, তাহলে বিজয় আমাদের হবেই ইনশাআল্লাহ।

তিনি বলেন, ইসলামী শাসনব্যবস্থার মাধ্যমে আনতে হবে সত্যিকারের পরিবর্তন। বিজয় ছাড়া আর কোনো বিকল্প নেই। দুর্নীতি, চাঁদাবাজি- বাংলাদেশে এসবের আর কোনো ঠাঁই হবে না।

বরিশাল মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা জাহির উদ্দিন মুহাম্মদ বাবরের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জেলা আমীর অধ্যাপক আ. জব্বার, মহানগরীর নায়েবে আমীর প্রফেসর মাহামুদ হোসেন দুলাল প্রমুখ।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট