1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৭:২৬ অপরাহ্ন

অধিনায়ক হিসেবে অভিষেক সিরিজেই ব্র্যাডম্যান-গাভাস্কারের পাশে গিল

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজ দিয়েই ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করেছেন শুভমান গিল। দলের পারফরম্যান্স আশানুরূপ না হলেও অধিনায়কত্বের অভিষেকে ব্যাট হাতে বিশ্ব রেকর্ড স্পর্শ করেছেন তিনি। আজ ওল্ড ট্রাফোর্ডে ভারতের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেন গিল। যা চলতি সিরিজে চার ম্যাচে তার চতুর্থ সেঞ্চুরি। টেস্টে অধিনায়ক হিসেবে এক সিরিজে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড এটিই।

অধিনায়কদের এই রেকর্ডে দুই কিংবদন্তির পাশে বসেছেন গিল। তাদের একজন সর্বকালের সেরা ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডম্যান। ১৯৪৭-৪৮ মৌসুমে ভারত সফরে পাঁচ ম্যাচের ছয় ইনিংসে চারটি সেঞ্চুরি করেছিলেন স্যার ডন। আরেকজন ভারতের কিংবদন্তি ও সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার। টেস্ট ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রান করা এ ক্রিকেটার ১৯৭৮-৭৯ মৌসুমে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছয় ম্যাচে নয়বার ব্যাট করে চারটি সেঞ্চুরি করেছিলেন।

গাভাস্কারের ৪৭ বছর পর এমন কীর্তি ছোঁয়া গিলের সামনে আছে ব্র্যাডম্যান-গাভাস্কারকে ছাড়িয়ে যাওয়া সুযোগ। ওভালে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে আরেকটি সেঞ্চুরি করলেই সবাইকে ছাড়িয়ে যাবেন তিনি। সিরিজের প্রথম চার টেস্টের আটবার ব্যাট করা গিল তাহলে ছুঁয়ে ফেলবেন আরেকটি বিশ্ব রেকর্ডও।

টেস্টে এক সিরিজে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড করেছেন ক্লাইড ওয়ালকট। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি থ্রি ডব্লুর একজন ওয়ালকট ১৯৫৫ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচে ১০ ইনিংসে ৫টি সেঞ্চুরি করেছিলেন। গিলকে হাতছানি দিচ্ছে আরো বড় দুটি রেকর্ডও। টেস্টে এক সিরিজে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রান ও এক সিরিজে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়ার সুযোগ তার সামনে।

ক্রিস ওকসের করা ডেলিভারিটি পয়েন্টের দিকে ঠেলে গিল যখন সেঞ্চুরির রেকর্ড গড়েন তখন চলমান সিরিজে তার রান ৭১৯। এরপর আরও ৩ রান যোগ করে আর্চারের বলে উইকেটকিপার জেমি স্মিথকে ক্যাচ দিয়েছেন গিল। এক সিরিজে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রানের রেকর্ড থেকে ৮৮ রানে পিছিয়ে আছেন তিনি। ১৯৩৬-৩৭ মৌসুমে ঘরের মাঠে অ্যাশেজে অস্ট্রেলিয়ার অধিনায়ক ৮১০ রান করেছিলেন।

ভারতের হয়ে এক সিরিজে সবচেয়ে বেশি রান করার রেকর্ড সুনীল গাভাস্কারের। ১৯৭০-৭১ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজ সফরে চার ম্যাচে আটবার ব্যাট করে ৭৭৪ রান করেছিলেন গাভাস্কার। গাভাস্কারের সেটি ছিল আবার অভিষেক সিরিজ। এক সিরিজে সবচেয়ে বেশি রানের বিশ্ব রেকর্ডটাও স্যার ডনের। ১৯৩০ সালে ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের সাত ইনিংসে ৯৭৪ রান করেছিলেন তিনি।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট