1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৭:২৫ অপরাহ্ন

বাহরাইনের গালফ পেট্রো কেমিক্যালের সিইও’র স‌ঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ০ বার পড়া হয়েছে

বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার গালফ পেট্রো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ বি.এস.সি. (জি‌পিআই‌সি)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আব্দুল রহিম আল আব্বাসীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সম্প্রতি জি‌পিআই‌সির কার্যালয়ে হওয়া এ সাক্ষাৎ নি‌য়ে মানামার বাংলাদেশ দূতাবাস জানায়, প্রধান নির্বাহী কর্মকর্তা তার নিজ কার্যালয়ে রাষ্ট্রদূতকে স্বাগত জানান। তিনি কোম্পানির কার্যক্রম, অবকাঠামো, এবং আঞ্চলিক  পেট্রো কেমিক্যাল খাতে তাদের অবদানের বিষয়ে বিস্তারিতভাবে তুলে ধরেন।

 

পরে রাষ্ট্রদূত জি‌পিআই‌সির অত্যাধুনিক পেট্রো কেমিক্যাল উৎপাদন ও নির্মাণ শিল্প পরিদর্শন করেন। রাষ্ট্রদূত প্রধান নির্বাহী কর্মকর্তা এবং জি‌পিআই‌সির ম্যানেজমেন্টের উষ্ণ আতিথেয়তা এবং অসাধারণ অভ্যর্থনার জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং বাংলাদেশি কর্মীর সংখ্যা আরও বৃদ্ধি করার অনুরোধ জানান।
এছাড়া, তিনি ভবিষ্যতে  বাংলাদেশ ও বাহরাইনের সঙ্গে পেট্রো কেমিক্যাল খাতে ব্যবসা বাণিজ্য ও বিভিন্ন সহযোগিতা বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে জি‌পিআই‌সির অন্যান্য উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট