গত মৌসুমের শেষভাগ থেকেই ফুটবলপাড়ায় গুঞ্জন, অ্যানফিল্ড ছাড়তে চান লুইস দিয়াজ। যত দিন যাচ্ছে, গুঞ্জনটা যেন ততই আরো জোরালো হচ্ছে। কলম্বিয়ান এই ফরোয়ার্ডকে নিয়ে এমন অনিশ্চয়তার মাঝে তাকে এসি মিলানের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলাননি লিভারপুল কোচ আর্নে স্লট।
সূত্রের বরাত দিয়ে ইএসপিএন লিখেছে, এবারের গ্রীষ্মকালীন দলবদলেই লিভারপুল ছাড়তে চান দিয়াজ। তাকে পেতে আগ্রহী বায়ার্ন মিউনিখ। কিন্তু জার্মান ক্লাবটির ছয় কোটি ৭৫ লাখ ইউরোর আগের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ইংলিশ ক্লাবটি। দিয়াজ আশা করছেন, তাকে পেতে বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা নতুন প্রস্তাব নিয়ে আসবে।
প্রাক-মৌসুমে চলতি এশিয়া সফরের জন্য লিভারপুলের ২৯ সদস্যের দলে আছেন দিয়াজ। কিন্তু শনিবার হংকংয়ে মিলানের বিপক্ষে ৪-২ গোলে হারের ম্যাচে তাকে খেলাননি স্লট। ম্যাচের পর দিয়াজকে না খেলানোর কারণ ব্যাখ্যা করেন এই ডাচ কোচ।
স্লট বলেন, ‘সাম্প্রতিক সময়ে তাকে ঘিরে অনেক রকম গুঞ্জন শোনা যাচ্ছে। কিন্তু আমি এসবের মধ্যে ঢুকতে চাই না। সে আমাদের সঙ্গে খুব ভালোভাবে অনুশীলন করছে। তারপরও আপাতত তাকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা।’
চলমান পরিস্থিতি নিয়ে দিয়াজের সঙ্গে কথা বলেছেন স্লট। তবে আলোচনার বিস্তারিত জানাতে চান না তিনি। স্লট বলেছেন, ‘আমি আগে থেকেই খেলোয়াড়দের সঙ্গে নিয়মিত কথা বলি। যেমনটা বললাম, লুচো (দিয়াজ) ভালোভাবে অনুশীলন করছে। তবে আমরা তাকে এখনই ম্যাচ না খেলানোর সিদ্ধান্ত নিয়েছি। এই বিষয়ে আর বেশি কিছু বলতে পারব না।’
সম্প্রতি দিয়াজের জন্য বার্সেলোনার দেওয়া একটি প্রস্তাবও লিভারপুল ফিরিয়ে দিয়েছে বলে ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে। ২৮ বছর বয়সী দিয়াজ গত মৌসুমে ক্যারিয়ারের সেরা সময় কাটান। দলকে প্রিমিয়ার লিগ শিরোপা জেতাতে ১৭টি গোল করেন তিনি। দিয়াজ আসলেই লিভারপুল ছাড়তে চান কি-না?- এমন প্রশ্নের জবাবে স্লট বলেন, ‘এই প্রশ্নটা আমাকে করা ঠিক নয়।’
Leave a Reply