1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০১:৩৬ অপরাহ্ন

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, চালক নিহত

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস রাস্তার পাশের খাদে পড়ে গেছে।  এতে প্রাণ হারিয়েছেন খাদে পড়া বাসের চালক রফিকুল সিকদার (৪৫)। একই দুর্ঘটনায় আহত হয়েছে বাসে থাকা অন্তত ১৫ জন।

সোমবার (২৮ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার সীমান্তবর্তী বরইতলা এলাকায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে

 

নিহত রফিকুল পটুয়াখালী জেলার দশমনিয়া উপজেলার বেতাগী গ্ৰামের মানিক সিকদারের ছেলে।

 

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রোকিবুজ্জামান জানান, যাত্রী নিয়ে কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা চেয়ারম্যান পরিবহণের একটি বাস। যানটি বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়।  এতে ঘটনাস্থলেই বাসটির চালক মারা যায়।

 

তিনি আরও বলেন, খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট