1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০১:০৮ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কলেজ গেইট এলাকায় চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. কাউসার আলম।

তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় এখনও জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। মৃত ব্যক্তির পড়নে ছিল সাধারণ পোশাক, তবে তার সঙ্গে কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি।

এএসআই কাউসার আরও জানান, লাশের পরিচয় শনাক্তে পিবিআইকে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করার জন্য বলা হয়েছে। পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত মরদেহ হাসপাতালের হিমঘরে সংরক্ষণ থাকবে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেন আসার আগ মুহূর্তেও তিনি লাইনের আশপাশেই ছিলেন, তবে কেউ নিশ্চিত করে বলতে পারেননি এটি আত্মহত্যা, না দুর্ঘটনা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট