1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৬:০৩ পূর্বাহ্ন

সেরা টাইমিং করেও শ্রীলঙ্কা ও নেপালের পেছনে বাংলাদেশের অ্যানি

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

সিঙ্গাপুরে চলছে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশীপ। বাংলাদেশের সাঁতারুদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ মূলত নিজেদের টাইমিংয়ের উন্নতি। আজ নারী ১০০ মিটার ফ্রী স্টাইলে অ্যানি আক্তার তার ক্যারিয়ার সেরা টাইমিং করেছেন। 

আজ (বৃহস্পতিবার) সিঙ্গাপুরে অনুষ্ঠিত বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে ক্যারিয়ারের সেরা টাইমিং করেছেন বাংলাদেশের অ্যানি আক্তার। তবে তিনি দক্ষিণ এশিয়ার অন্যান্য প্রতিযোগীদের তুলনায় এখনও অনেক পিছিয়ে রয়েছেন।

 ১০০ মিটার ফ্রী স্টাইলে অ্যানি আক্তার তার ক্যারিয়ার সেরা টাইমিং করেছেন। 

অ্যানি আজ ১ মিনিট ৮ দশমিক ৪২ সেকেন্ড সময় নিয়ে ৮২ সাঁতারুর মধ্যে ৭৭ তম হন। তিনি দুই নম্বর হিটে ১০ জনের মধ্যে ৬ষ্ঠ হন। পরের রাউন্ডে যেতে না পারলেও অ্যানি তার ক্যারিয়ারের সেরা টাইমিং করেছেন। তার ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ছিল ১ মিনিট ৮ দশমিক ৭০ সেকেন্ড। অ্যানি নিজের সেরা টাইমিং করলেও দক্ষিণ এশিয়ার অন্য সাঁতারুদের চেয়ে পিছিয়ে। শ্রীলঙ্কার হিরুকি ডি সিলভা  ৪৯, মালদ্বীপের আমনা মিরাসাদ ৭২, ৭৫তম স্থান লাভ করেন।

অ্যানি গত মে মাসে জাতীয় বয়সভিত্তিক সাঁতারে একাধিক স্বর্ণ জিতে আলোচনায় আসেন। জুনিয়র হলেও সাফল্যের কারণে তাকে ফেডারেশন বিশ্ব সাঁতারের জন্য পাঠায়। বিশ্ব সাঁতারে বাংলাদেশের আরেকজন সাঁতারু সামিউল ইসলাম রাফি। ২ আগস্ট রাফি ১০০ মিটার ব্যাকস্ট্রোক ও অ্যানি ৫০ মিটার ফ্রী স্টাইলে অংশগ্রহণ করবেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট