1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন

শাহিদ কাপুরের থেকে কম বয়সী মনে হতে হবে, বিদ্যাকে বলে দেন নির্মাতারা

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

নিজের পুরনো এক অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালন। যেখানে তিনি জানিয়েছেন, ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ছবি কিসমত কানেকশন-এ শাহিদ কাপুরের বিপরীতে অভিনয়ের সময় নির্মাতারা চেয়েছিলেন, তাকে যেন নায়কের চেয়ে কমবয়সি মনে হয়। অথচ বাস্তবে শাহিদের চেয়ে দু’বছরের বড় বিদ্যা।

অভিনেত্রী বলেন, নির্মাতাদের তরফ থেকে জানানো হয়েছিল, আমাকে ওজন কমাতে হবে। যাতে বয়সে শাহিদের চেয়ে ছোট দেখায়। শুধু নির্মাতাই নন, আরও অনেক জায়গা থেকে একই পরামর্শ এসেছিল। বলা হয়েছিল, ওজন কমালে বয়সও কম মনে হবে। কারণ তখন প্রচলিত ধারণা ছিল, নায়িকার বয়স নায়কের চেয়ে কম হওয়াই ‘আদর্শ’।

তবে বিদ্যার মতে, সময় বদলেছে। এখন বয়স নিয়ে কেউ তেমন ভাবেন না, বরং প্রতিভা ও চরিত্রের গুরুত্বই বেশি দেওয়া হয়।

কিসমত কানেকশন ছবিটি পরিচালনা করেছিলেন আজিজ মির্জা। নতুন জুটি হিসেবে শাহিদ ও বিদ্যাকে নিয়েই ছবির পরিকল্পনা করেন তিনি। ছবিতে শাহিদ ছিলেন রাজ মালহোত্রা চরিত্রে আর বিদ্যা ছিলেন প্রিয়া। বক্স অফিসেও ছবিটি ভালোই সাফল্য পায়।

চলচ্চিত্রটির শ্যুটিংয়ের সময় বিদ্যা ও শাহিদের মধ্যে সম্পর্কের গুঞ্জনও ছড়িয়েছিল। তবে সে সম্পর্ক বেশিদিন টেকেনি।

এমনকি, ছবির মুক্তির পর তাদের সম্পর্ক এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে, দু’জন নাকি প্রায় মুখ দেখাদেখিও বন্ধ করে দেন। আর তারপর থেকে আর কোনো ছবিতে একসঙ্গে দেখা যায়নি তাদের।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট