1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৪:২৫ অপরাহ্ন

নন সাবমিশন মামলা এসকে সুরের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

সম্পদের হিসাব বিবরণী জমা না দেওয়ার (নন-সাবমিশন) মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এসকে) সুর চৌধুরীর বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৬ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান। মামলার সুষ্ঠু বিচারের লক্ষ্যে শিগগিরই এই চার্জশিট আদালতে দাখিল করা হবে।

দুদক সূত্র জানায়, কমিশনের প্রাথমিক অনুসন্ধানে এসকে সুর চৌধুরীর বিরুদ্ধে বিপুল পরিমাণ জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়ার পর তার বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়। সম্পদ বিবরণী দাখিলের নোটিশ পেয়েও তিনি নির্ধারিত সময়ে তা কমিশনে দাখিল করেননি। এজন্য ২০২৪ সালের ২৩ ডিসেম্বর এই নন-সাবমিশন মামলটি করা হয়।

সূত্র আরও জানায়, নন-সাবমিশন মামলা ছাড়াও অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে এসকে সুর চৌধুরী, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করা হয়েছে। চলতি বছরের ১৬ মার্চ মামলাগুলো করা হয়।

প্রথম মামলায় এসকে সুর চৌধুরীকে আসামি করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর তথা সাবেক পাবলিক সার্ভেন্ট হিসেবে ক্ষমতার অপব্যবহারপূর্বক দুর্নীতির আশ্রয়ে স্ত্রী ও কন্যার নামে ব্যাংক হিসাবে সন্দেহজনক অস্বাভাবিক লেনদেন করেছেন। এর মাধ্যমে তিনি দুর্নীতির সম্পৃক্ত অপরাধে অর্জিত অপরাধলব্ধ আয় পরবর্তীতে বিভিন্ন প্রক্রিয়ায় উত্তোলনপূর্বক ওই অর্থের অবৈধ প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা গোপন করে ১ কোটি ৯৯ লাখ ৮৮ হাজার ১০১ টাকা; বৈদেশিক মুদ্রায় ১ লাখ ৬৯ হাজার ৩০০ মার্কিন ডলার; ৫৫ হাজার ইউরো এবং ১ হাজার ৫ দশমিক ৪ গ্রাম স্বর্ণালংকার বা বাংলাদেশি মুদ্রায় মোট ৫ কোটি ৯৬ লাখ ৫৩ হাজার ৯৭৯ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন এবং তা দখলে রেখেছেন।

দ্বিতীয় মামলায় সুপর্ণা সুর চৌধুরীকে প্রধান আসামি ও স্বামী এসকে সুর চৌধুরীকে সহযোগী আসামি করা হয়েছে। মামলায় আসামিরা পরস্পর যোগসাজশে ৪ কোটি ১০ লাখ ১৪ হাজার ৮২ টাকার অবৈধ সম্পদ অর্জন ও তা দখলে রাখার অভিযোগ আনা হয়েছে।

তৃতীয় মামলায় নন্দিতা সুর চৌধুরীকে প্রধান আসামি ও পিতা এসকে সুর চৌধুরীকে সহযোগী আসামি করা হয়েছে। মামলায় আসামিরা পরস্পর যোগসাজশে ৭৪ লাখ ৭১ হাজার ৪৭৪ টাকার অবৈধ সম্পদ অর্জন ও তা দখলে রাখার অভিযোগ আনা হয়েছে।

দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭(১) ধারা; দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলাগুলো করা হয়েছে।

গত ২৭ জানুয়ারি সিতাংশু কুমার (এসকে) সুর চৌধুরীর বাংলাদেশ ব্যাংকের ভল্টের লকারে রক্ষিত তিনটি বক্সে তল্লাশি করে তিনটি বক্স থেকে ৫৫ হাজার ইউরো, ১ লাখ ৬৯ হাজার মার্কিন ডলার, ৭০ লাখ টাকার এফডিআর ও ১ হাজার ৫ দশমিক ৪ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। গত ১৯ জানুয়ারি এসকে সুরের ধানমন্ডির বাসায় অভিযান চালিয়ে নগদ ১৭ লাখ ২৫ হাজার টাকাসহ বেশকিছু গুরুত্বপূর্ণ আলামত জব্দ করে দুদকের অনুসন্ধান টিম।

এর আগে ১৪ জানুয়ারি পুলিশের গোয়েন্দা বিভাগের সহায়তায় সংস্থাটির উপপরিচালক নাজমুল হোসাইনের নেতৃত্বে একটি টিম এসকে সুরকে গ্রেপ্তার করে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট