1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন

ভোটার তালিকার খসড়া প্রকাশ আজ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোববার (১০ আগস্ট) হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। খসড়া তালিকায় কারো কোনো তথ্যে ভুল থাকলে আগামী ১২ দিনের মধ্যে তা সংশোধন করা যাবে।

জানা গেছে, এবারের হালনাগাদে ৪৪ লাখের মতো নতুন ভোটার যুক্ত হচ্ছেন। এই ভোটারদের তথ্যই খসড়া সম্পূরক তালিকায় পাওয়া যাবে।

উপজেলা কর্মকর্তারা তালিকাটি নির্দিষ্ট স্থানে টানিয়ে দেবেন। তাছাড়া, সংশোধনের জন্য দাখিল করা আবেদন আগামী ২৪ আগস্টের মধ্যে নিষ্পত্তি করবে ইসি। এরপর অন্যান্য কাজ শেষে আগামী ৩১ আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

এদিকে, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে তাদেরও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় যুক্ত করা হবে।

প্রসঙ্গত, বর্তমানে দেশে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন ভোটার রয়েছেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট