বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) যেমন সবসময় বিতর্কিত, বিপিএলের ফ্র্যাঞ্জাইজি ও মালিকদের নিয়েও তেমন বিতর্ক লেগে থাকে। তবে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে চিটাগং কিংসকে নিয়ে।
এরই মধ্যে ৪৬ কোটি টাকা পাওনা চেয়ে চিটাগংয়ের মালিক সামির কাদের চৌধুরীকে লিগ্যাল নোটিশ দিয়েছে বিসিবি। সোমবার গুলশানে সাংবাদিকদের ডেকেছিলেন সামির। তার মতে, বিপিএলকে বিতর্কিত করার পেছনে দায়টা বিসিবির।
দীর্ঘদিন পর গত আসরে বিপিএলে ফিরে শহীদ আফ্রিদি, শন টেইটের মতো তারকাদের এনে পারিশ্রমিক দেননি তিনি। উপস্থাপিকা ইয়াশা সাগরের পারিশ্রমিকও আটকে দেয় চিটাগং। এ ছাড়া বিপিএল চলাকালীন পারভেজ হোসেনের পারফরম্যান্সে সন্তুষ্ট হতে না পারায় টাকা দিতে চাননি সামির কাদের।
এমনকি এখনো পেসার শরীফুল ইসলামের ১০ লাখ টাকা পরিশোধ করেনি চিটাগং। এরকম নানা অভিযোগ তার বিরুদ্ধে।
সামির কাদের বলেন, ‘আমার সঙ্গে কথা হয়েছে কিছু বোর্ড পরিচালকের। তারা আমাকে নিশ্চিত করেছেন যে, এটা নিয়ে আমার সঙ্গে শিগগিরই বসে সমাধান করবেন।’
তিনি বলেন, ‘মজার বিষয় হলো, ফিগারটা ৪৬ কোটি টাকার। এটা না তাদের (বিসিবি) কাছে কোনো জবাব আছে, না আমার কাছেও কোনো জবাব আছে। কিন্তু বাজারে ঘুরছে ৪৬ কোটি টাকার।’
২০১২ ও ২০১৩ সালেও সামির কাদেরের মালিকানায় থাকা চিটাগং কিংস বেশ কয়েকজন দেশি-বিদেশি ক্রিকেটারের বকেয়া রেখেছিল। যা পরবর্তীতে পরিশোধ করতে হয়েছিল বিসিবিকে।
বিসিবির হিসাবে ১৫ লাখ ৫০ হাজার ৬৪ ডলার (১৮ কোটি ৯১ লাখ ৭৮ হাজার টাকা) পরিশোধ করা হয়েছিল। এরপর সামিরকে অনেকবার নোটিশ দিলেও তিনি জবাব দেননি।
Leave a Reply