মাদারীপুরের রাজৈর থানা চত্বর থেকে পালিয়ে যাওয়া মাদক মামলার আসামি অনিমেষ ওরফে ঘনি গাইনকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। পালানোর ছয় ঘণ্টা পর সোমবার (১১ আগস্ট) সন্ধ্যায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের পাটকেলবাড়ী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে একদিন দুপুরে রাজৈর থানা চত্বর থেকে পালায় এ আসামি।
গ্রেফতার হওয়া অনিমেষ রাজৈর উপজেলার কদমবাড়ী মধ্যপাড়ার ক্ষিতিশ চন্দ্র গাইনের ছেলে। তার বিরুদ্ধে চুরি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।
পুলিশ বলছে, রোববার রাতে অনিমেষসহ চারজনকে গাঁজা ও ইয়াবাসহ আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার পর সোমবার দুপুরে আদালতে পাঠানোর জন্য গাড়িতে তোলার সময় অনিমেষ হ্যান্ডকাফ খুলে এক কনস্টেবলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কনস্টেবল আহসান হাবিব ও সাদ্দাম হোসেনকে ক্লোজড করা হয়।
পরে অনিমেষকে গ্রেফতারে তৎপর হয় পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় মুকসুদপুরের উজানী ইউনিয়নের পাটকেলবাড়ী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
রাজৈর-শিবচর সার্কেলের সিনিয়র এএসপি সালাউদ্দিন কাদের বলেন, পালিয়ে ভায়রার বাড়িতে আশ্রয় নিয়েছিল অনিমেষ। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
Leave a Reply