রাজধানীর মিরপুরে চাঁদাবাজির মামলা তুলে নিতে সোহেল রানা নামে এক মামলার বাদীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। পল্লবী থানা শ্রমিক দলের আহ্বায়ক বশির ৮ আগস্ট ওই বাদীকে মামলা তুলে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগে জানা গেছে।
এ ঘটনায় মামলার বাদী সোহেল রানা মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর পল্লবী থানায় শ্রমিক দল নেতা বশিরসহ ৪ জনের বিরুদ্ধে একটি জিডি করেন।
জিডি ও মামলা সূত্রে জানা গেছে, সোহেল রানা মিরপুর ১০ নম্বরে বেনারসি শাড়ির ব্যবসা করেন। হাসিনা সরকারের পলায়নের পর শ্রমিক দল নেতা বশির ও তার লোকজন ওই ব্যবসায়ীর কাছে কয়েক দফায় চাঁদা নেন।
একপর্যায়ে তারা ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। ওই ব্যবসায়ী চাঁদা দিতে না চাইলে তার ওপর গত ২২ জুলাই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ২৮ জুলাই বশিরসহ ৩ জনের বিরুদ্ধে পল্লবী থানায় একটি চাঁদাবাজির মামলা করেন সোহেল রানা। বশির ছাড়া এ মামলার অন্য আসামিরা হলেন- সেকেন্দার, ইফাজ ও অজ্ঞাতনামা ১৫-২০ জন।
এদিকে কয়েক দিন ধরে চাঁদাবাজির মামলা তুলে নিতে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হলে গত মঙ্গলবার পল্লবী থানায় জিডি করেন সোহেল রানা।
সোহেল রানা বলেন, ৫ আগস্টের পর বশির ও তার লোকজন ভয়ভীতি দেখিয়ে দোকানে গিয়ে কয়েক দফায় চাঁদা নেন। এ ঘটনার অডিও এবং ভিডিও আমার কাছে আছে। একপর্যায়ে তারা ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। এ টাকা না দেওয়ায় আমার ওপর হামলা করা হয়।
এ ব্যাপারে জানতে শ্রমিক দল নেতা বশিরের ব্যক্তিগত মুঠোফোনে যোগাযোগ করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করে জিডির তদন্তকারী কর্মকর্তা ও পল্লবী থানার এসআই আরিফ রাব্বানি বলেন, গত মাসে বশিরসহ ৩ জনের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা হয়। ওই মামলার বাদীকে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগে গত মঙ্গলবার একটি জিডি হয়েছে। জিডির তদন্ত চলছে।
Leave a Reply