
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জুলাই জাগরণ স্মৃতির প্রতিধ্বনি বুকে ধারণ করে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে জুলাই গ্রাফিতি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে আব্দুল ওয়াছক মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করেন নবাবগঞ্জ উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা ইসলাম।
এ সময় তিনি বলেন, ছাত্রদের আন্দোলন কখনোই বিফলে যায়নি। ২০২৪ সালেও ছাত্ররা সেটাই প্রমাণ করে দিয়েছে। ৫২, ৬৯ ও ৯০ এর মতো ২৪ সালেও গণ আন্দোলনেও নেতৃত্বে ছিল ছাত্ররা। এই তরুণ প্রজন্মকে অভিনন্দন জানাই তাঁরা নিজের জীবনের বিনিময় হলেও দাবি বাস্তবায়ন করেন। যা কি না সমগ্র পৃথীবিতে বিরল।
নবাবগঞ্জ উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের সাবেক সদস্য মো. ফয়সালের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মো. আসিফ রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম সাখাওয়াত হোসেন, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্তত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম। উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের সাবেক সভাপতি মো. শাকিল আহমেদ, সাবেক যুগ্ম আহবায়ক ইয়াহিয়া, মুখপাত্র সুরভি চাঁদ প্রমুখ। শেষে সংগঠনটির পক্ষ থেকে ১০ জন বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা।
Related
Leave a Reply