1. info@www.tarangotv.com : TV :
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৭:২৭ অপরাহ্ন

রূপগঞ্জে বিপুল পরিমান বিদেশী মদ উদ্ধার, প্রাইভেটকার জব্দ

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি৷
  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ফজুর বাড়ীর মোড় থেকে বুধবার রাতে প্রাইভেটকারে অভিযান চালিয়ে ২০৮ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে র‍্যাব। এসময় জব্দ করা হয়েছে মাদক বহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকার।

 

বৃহম্পতিবার রাতে উদ্ধারকৃত মদের বোতলসহ প্রাইভেটকার থানা পুলিশের কাছে হস্তান্তর করে র‍্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম র‍্যাবের দাযের করা মামলার বরাত দিয়ে রূপগঞ্জ ওসি তরিকুল ইসলাম জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১ এর একটি টিম রূপগঞ্জের ডেমরা- কালীগঞ্জ সড়করর ফজুর বাড়ীর মোড় এলাকায় অভিযান চালায়। এসময় একটি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহ হলে র‍্যাব প্রাইভেটকারটি গতিরোধ করলে প্রাইভেটকারে থাকা চালকসহ ২ জন ব্যক্তি গাড়ী রেখে পালিয়ে যায়।

 

এসময় প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের বিদেশী বিভিন্ন ব্রান্ডের ২০৮ বোতল মদ উদ্ধার করে র‍্যাব। জব্দ করা হয়েছে মাদক বহনের কাজে ব্যবহৃত গাড়ীটি।

 

বৃহস্পতিবার রাতে র‍্যাব উদ্ধারকরা মালামালসহ প্রাইভেটকারটি রূপগঞ্জ থানায় হস্তান্তর করে। এ ঘটনায় দুইজনকে আসামী করে রূপগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট