নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে রোহিঙ্গাদের পাসপোর্ট করিয়ে দেওয়ার দালাল চক্র সক্রিয় হয়ে উঠেছে। লাখ টাকার মধ্যে ভাষা শিখিয়ে জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র ও বিদ্যুৎ বিলের কপি তৈরি করে পাসপোর্টের জন্য আবেদন করিয়ে দেয় দালালরা।
এতে একের পর এক মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক আটক হলেও আড়ালেই রয়ে যাচ্ছে দালাল চক্র।
সোমবার দুপুরেও পাসপোর্ট নিতে এসে ফতুল্লার ভুইগড় এলাকায় অবস্থিত জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসে আনাছ (২৪) নামে এক রোহিঙ্গা যুবক আটক হয়। এ বিষয়ে পাসপোর্ট অফিসের অফিস সহকারী আল মামুন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।
জানা যায়, দুর্ধর্ষ দালাল চক্রটি রোহিঙ্গাদের বিভিন্ন কৌশলে নারায়ণগঞ্জে নিয়ে এসে ফতুল্লাসহ বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে রাখেন। এরপর দীর্ঘ সময় নিয়ে তাদের বাংলা ভাষা শিখায়। এর মধ্যে জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র ও বিদ্যুৎ বিলের জাল কপি তৈরি করেন দালালরা। তারপর সময় সুযোগ বুঝে পাসপোর্টের জন্য আবেদন করেন। এ চক্রটি দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকায় সক্রিয় রয়েছে বলে একাধিক সূত্র জানায়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক শামীম আহমেদ বলেন, আমরা তৎপর রয়েছি। রোহিঙ্গা শনাক্তকরণের জন্য আমাদের বায়োমেট্রিক মেশিন রয়েছে। এছাড়া আবেদনকারীদের সঙ্গে কথা বলেও বুঝতে পারি কে কোন জেলার। এর মধ্যে আরকান (১৮) নামে এক যুবক পাসপোর্টের জন্য আবেদন করেন। তার আবেদনে প্রয়োজনীয় সব কাগজপত্রই জমা দিয়েছে। তবে তার বাংলা ভাষা স্পষ্ট না হওয়ায় সন্দেহ হয়। তখন মেশিনের মাধ্যমে তাকে রোহিঙ্গা হিসেবে শনাক্ত করা হয়। এরপর নূর খলিফা (২৪) নামে এক তরুণী নিজের নাম পরিচয় আড়াল করে সুমী আক্তার নামে নিজেকে পরিচয় দিয়ে পাসপোর্টের জন্য আবেদন নিয়ে আসেন। তিনি তাড়াহুড়া করায় কর্মকর্তাদের সন্দেহ হয়। তখন তার আবেদনপত্র নিয়ে বায়োমেট্রিক পরীক্ষা করে রোহিঙ্গা পরিচয় পাওয়া যায়।
তিনি আরও বলেন, আটককৃতদের সর্বোচ্চ জিজ্ঞাসাবাদ করেও দালালদের পরিচয় উদঘাটন করতে পারিনি। তবে পুলিশ চেষ্টা করলে দালাল চক্রটিকে শনাক্ত করতে পারবে।
ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বলেন, এ পর্যন্ত পৃথক সময় ৩ জনকে রোহিঙ্গা গ্রেফতার করা হয়েছে। ধারণা করা হচ্ছে দালালরা একজন করে পাসপোর্টের জন্য ট্রাই করছে। তবে দালালদের হাতে আরও রোহিঙ্গা থাকতে পারে। এ বিষয়ে গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আশা করি দালালদের নাম পরিচয় উদঘাটন করা সম্ভব হবে।
Leave a Reply