1. info@www.tarangotv.com : TV :
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৭:৪৩ পূর্বাহ্ন

পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত ৭ জন আটক নরসিংদীতে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

নরসিংদীতে অতিরিক্ত পুলিশ, সদর সার্কেলকে আক্রান্ত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৭ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।

 

জানা গেছে, গত ৪ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দে অতিরিক্ত পুলিশকে আক্রান্ত করার ঘটনায় নরসিংদী মডেল থানায় মামলা নং-০৫, তারিখ ০৪/১০/২০২৫, ধারা— আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ (সংশোধন ২০১৯) এর ৪(১) তৎসহ দণ্ডবিধি ১৪৩/১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩ ধারায় মামলা রুজু করা হয়।

মামলার পরপরই নরসিংদী মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একাধিক টিম যৌথভাবে অভিযান পরিচালনা করে। রোববার (৫ অক্টোবর) নরসিংদী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ৭ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের নাম ও ঠিকানাঃ
১/ ফজলুল রশিদ ওরফে আদর (৪০), পিতা মৃত মাহমুদুর রশিদ, গ্রাম পূর্ব ব্রাহ্মন্দী, সদর, নরসিংদী।
২/শফিকুল ইসলাম সুমন (৪৪), পিতা শামসুল হক খন্দকার, গ্রাম দত্তেরগাঁও ভিটি পাড়া, থানা শিবপুর, জেলা নরসিংদী।
৩/কুদরত হাসান রবিন (২৩), পিতা বিরাজ খা, মাতা পেতনা বেগম, সাং হাজীপুর, ওয়ার্ড ০৩, নরসিংদী।
৪/ মোঃ রকিব খা (৩০), পিতা মোঃ বিরাজ খান, মাতা পেতনা বেগম, সাং হাজীপুর, ওয়ার্ড ০৩, নরসিংদী।
৫/মোঃ সোহাগ মিয়া (৩৫), পিতা মোঃ হুমায়ুন কবির, মাতা নুরজাহান বেগম, সাং ব্রাহ্মন্দী, ওয়ার্ড ০২, নরসিংদী।
৬/মোঃ তানভীর মিয়া (২২), পিতা মোঃ শওকত মিয়া, মাতা রাবিয়া বেগম, সাং বোয়াকুর, নরসিংদী।
৭/ শান্ত মিয়া (২৩), পিতা শামসুল আলম, মাতা শিমু আক্তার, সাং বালিয়া (বাজার), থানা ফুলপুর, জেলা ময়মনসিংহ; বর্তমানে বসবাস করেন বানিয়াছল, নরসিংদীতে।

নরসিংদী জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃতদের সোমবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এমন ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলে জানায় পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট