রাজধানীর সবুজবাগ এলাকায় এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বলে জানিয়েছেন স্বজনরা। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সকালে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যার দিকে ভুক্তভোগী শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায় সবুজবাগ থানা পুলিশ।
শিশুটির বাবা জানান, তার মেয়ে প্রতিদিনের মতো সকালে পড়াশোনার প্রস্তুতি নিচ্ছিল। আজ সকাল সাড়ে ছয়টার দিকে পাশের বাড়ির রিমন (১৯) নামের এক যুবক কৌশলে শিশুটিকে নিজের বাসায় নিয়ে যায়। পরে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করে।
তিনি আরও বলেন, আমার মেয়ে কান্নাকাটি শুরু করলে রিমন তাকে আমাদের বাসার গেটের সামনে নামিয়ে দিয়ে পালিয়ে যায়। এরপর মেয়ে বাড়িতে ফিরে এসে ঘটনাটি খুলে বলে। পরে আমরা থানায় লিখিত অভিযোগ করি। অভিযোগের ভিত্তিতে পুলিশ রিমনকে গ্রেফতার করে।
অভিযোগ পাওয়ার পর শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল বলেন, শিশু ধর্ষণের অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত রিমনকে গ্রেফতার করা হয়েছে। পরে শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য ঢামেকে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।
Leave a Reply