1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৮ অপরাহ্ন

দুর্গাপুরে বালু উত্তোলন রোধে প্রশাসনের অভিযান

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন রোধে নেত্রকোনার দুর্গাপুরে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত দুইটি কাঠের নৌকা ধ্বংস, বালু ভর্তি বস্তা বিনষ্ট করা সহ ০১টি ইজিবাইক ও ০১টি ব্যাটারি চালিত ভ্যান জব্দ করা হয়। সোমবার (২৫ আগস্ট) রাতে সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান এ অভিযান পরিচালনা করেন।

দুর্গাপুর পৌর এলাকার তেরিবাজার ঘাট, আত্রাখালী ব্রিজ, সোমেশ্বরী ব্রিজ সংলগ্ন এলাকা এবং বিরিশিরি ইউনিয়নের সাগরদিঘী, দাখিনাইল নদীর ঘাট সংলগ্ন এলাকা গুলোতে এ অভিযান পরিচালিত হয়। মহামান্য হাইকোর্টের রিট পিটিশনের নিষেধাজ্ঞার কারণে দুর্গাপুরে বালু উত্তোলন বন্ধ রয়েছে। নদী থেকে বালু উত্তোলন এবং পরিবহন সংক্রান্ত কাজে সম্পৃক্ত না হওয়ার জন্য সকলকে অনুরোধ জানানো হয়। একাজে লিপ্ত থাকলে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন (সংশোধিত) ২০২৩ এবং অপরাপর অন্যান্য আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান বলেন, কিছু অসাধু লোকজন গোপনে রাতের আঁধারে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এমন সংবাদে সেখানে আইন-শৃংখলা বাহিনীকে সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করি। অভিযান টের পেয়ে নৌকার মাঝি, ভ্যান ও অটোচালকরা পালিয়ে যায়। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট