1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪২ পূর্বাহ্ন

স্ত্রীর পরকীয়ার সন্দেহে কথা কাটাকাটি, প্রবাসী স্বামীকে খুন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে আকিব হোসন (৩২) নামে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে চান্দগাঁও থানার পাঠানিয়াগোদা এলাকার একটি ভবনে এ ঘটনা ঘটে। নিহতের গলায় একাধিক ছুরির আঘাত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আকিব হোসেনের বাড়ি কুমিল্লার লাঙ্গলকোট এলাকায়। দুই মাস আগে তিনি দুবাই থেকে দেশে আসেন। চট্টগ্রাম নগরীর পাঠানিয়াগোদা এলাকায় থাকতেন তিনি।

এ ঘটনায় নিহত আকিবের স্ত্রী পুষ্পিতা হোসেন এবং তার পরকীয়া প্রেমিক সাইফকে আটক করা হয়েছে। পুষ্পিতা হোসেন ব্রাহ্মণবাড়িয়া ও সাইফ কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

ওসি আরও জানান, শনিবার সকালে আকিবের সঙ্গে তার স্ত্রীর পরকীয়া নিয়ে কথা কাটাকাটি হয়। পরে সন্ধ্যায় সাইফুলকে তাদের বাসায় ডেকে আনা হয়। এরপর সাইফুল আকিবকে ছুরি দিয়ে আঘাত করেন। ধস্তাধস্তির একপর্যায়ে সাইফুলও আহত হন। খবর পেয়ে পুলিশ আকিবের লাশ উদ্ধার করে এবং আহত সাইফুল ও আকিবের স্ত্রীকে থানা হেফাজতে নেয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট