1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন

পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট সরকারের সহযোগী

ঢাকা প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

ক্যান্সার চিকিৎসার নামে বছরের পর বছর প্রতারণা করে আসছেন স্বঘোষিত হোমিওপ্যাথি চিকিৎসক এস এম সারওয়ার। নিজেকে “এশিয়ার খ্যাতনামা ক্যান্সার গবেষক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিকিৎসক” দাবি করে রাজধানীর পুরানা পল্টন ও হবিগঞ্জে চেম্বার চালু করে সাধারণ রোগীদের বিভ্রান্ত করেছেন তিনি।

ভুয়া চিকিৎসায় মৃত্যু পর্যন্ত

 

তথ্যানুসন্ধানে জানা গেছে, এসএসসি পাস করার পরই চিকিৎসা ব্যবসায় প্রবেশ করেন সারওয়ার। হোমিও চিকিৎসার নামে ইনজেকশন প্রয়োগ, ক্যান্সার শনাক্তকরণের মিথ্যা তথ্য দেওয়া এবং রোগীদের ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমনকি তার চিকিৎসার কারণে একজন শিশুর মৃত্যুর ঘটনাও ঘটে।

রাজনীতির ছত্রছায়ায় প্রভাব বিস্তার

অভিযোগ রয়েছে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আগে সাবেক ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এস এম সারওয়ার। তিনি ইসলামি ফ্রন্টের ব্যানারে ঢাকার ৮ নম্বর আসন থেকে সংসদ নির্বাচনেও অংশ নেন। আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে তার ও তার অনুসারীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।

বর্তমানে তিনি কয়েকটি ইসলামি সংগঠনের ব্যানারে সক্রিয় থেকে ক্ষমতাচ্যুত সরকারের নেতাকর্মীদের রক্ষায় ভূমিকা রাখছেন। ভুক্তভোগীদের দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি আইনি ব্যবস্থা এড়িয়ে যাচ্ছেন এবং অভিযোগকারীদের ভয়ভীতি ও হয়রানি করছেন।

 

ভুক্তভোগীদের অভিযোগ ও লিগ্যাল নোটিশ

ভুয়া চিকিৎসার কারণে রোগীর মৃত্যু ও রোগের অবনতির অভিযোগে সারওয়ারের বিরুদ্ধে ইতোমধ্যে তিন দফা লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

প্রথম নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ নজরুল ইসলাম খান পাখি। সেখানে সারওয়ারকে তার শিক্ষাগত যোগ্যতা ও চিকিৎসা সনদ প্রদর্শনের আহ্বান জানানো হলেও তিনি তা দেখাতে ব্যর্থ হন।

সর্বশেষ আইনি নোটিশে প্রায় ১০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করা হয়।

অভিযোগ রয়েছে, প্রতিদিন গড়ে ১৫০ রোগী দেখে সারওয়ার লাখ টাকার বেশি আয় করছেন। কোনো পরীক্ষা ছাড়াই রোগীদের “ক্যান্সার হয়েছে” বলে ভয় দেখিয়ে চিকিৎসা দেন এবং অনেক সুস্থ রোগীকেও দীর্ঘমেয়াদি চিকিৎসা নিতে বাধ্য করেন।

সরকারি তদন্তে অভিযোগ প্রমাণিত

স্বাস্থ্য অধিদপ্তরের হোমিও ও দেশজ চিকিৎসা বিভাগ কর্তৃক ২২ জুন ২০২৫ তারিখে প্রকাশিত এক তদন্ত প্রতিবেদনে (স্মারক নং: স্বাঃ অধিঃ/হোঃদেঃচিঃ/তদন্ত ২০২৫/৬৪৪৬) সারওয়ারের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা মেলে। প্রতিবেদনে বলা হয়, তিনি “জাতীয় পুরস্কারপ্রাপ্ত, অধ্যক্ষ, ক্যান্সার গবেষক” ইত্যাদি ভূয়া পরিচয় ব্যবহার করেছেন, যা আইনত অপরাধ।

জনসচেতনতা ও প্রশাসনিক দাবি

ভুক্তভোগীরা বলছেন, এই ধরনের প্রতারকদের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে জরুরি পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি। তারা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করবে এবং এস এম সারওয়ারের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করবে

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট