1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৭ অপরাহ্ন

মৌলভীবাজারে যুবককে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ধানক্ষেত থেকে লিটন মিয়া (২৭) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার পতনঊষার ইউনিয়নের পশ্চিম নন্দগ্রামে একটি মসজিদের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত লিটন ওই গ্রামের সত্তার মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সকালে ধানক্ষেতে লিটন মিয়ার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন তারা। খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। লিটনকে গলা কেটে হত্যা করা হয়েছে।

এলাকাবাসীর দাবি, লিটনের সঙ্গে স্থানীয় অনেকের বিরোধ ছিল। তিনি এলাকায় চুরিসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তবে এভাবে হত্যা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওবায়দুল হক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। তদন্ত চলছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট