1. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:১৩ অপরাহ্ন

কালিয়াকৈর নৌকা ডুবি নিহতের পরিবারের হাতে চেক তুলে দেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহামেদ

শাকিল হোসেন,কালিয়াকৈর, (গাজীপুর) প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

গাজীপুরের কালিয়াকৈরে নৌকা যোগে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নৌকা ডুবে নিহত দুই শিশুর পরিবারকে চেক প্রদান করেছেন উপজেলা নিবার্হী কর্মকর্তা কাউছার আহমেদ।

আজ সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২:৩০টায় নিহত দুজনের পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেওয়া হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলা নিবার্হী কর্মকর্তার সহযোগিতায় নিহত অঙ্কিতা ও তন্ময়ের বাবার হাতে মোট ৫০ হাজার টাকার চেক তুলে দেন নিবার্হী কর্মকর্তা কাউসার আহামেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বাস্তবায়ন প্রকল্প কর্মকর্তা জাকারিয়া আলমসহ কর্মকর্তা ও কর্মচারীরা বৃন্দ।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ বলেন, নিহত দুই পরিবারের মাঝে ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় কালিয়াকৈর প্রতিমা বিসর্জন দিতে এসে নৌকা ডুবে অঙ্কিতা ও তন্ময় দুজন নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁপাইর তুরাগ নদীতে এ ঘটনা ঘটে।

শারদীয় দুর্গাপূজা প্রতিমা বিসর্জনে এক নৌকায় ১৫ থেকে ২০ জন লোক ছিল। সন্ধ্যা ৭:২০টায় দিকে নদীর পাড় দিয়ে যাওয়ার সময় দুই নৌকার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি নৌকা পানির নিচে ডুবে যায়। সাঁতার কেটে সবাই উঠতে পারলেও অঙ্কিতা ও তন্ময় ২জন সাতার না জানায় দুইটি শিশু উপড়ে উঠতে পারেনি পরে পরিবার ও ফায়ার সার্ভিস ডুবুরি দল খোঁজাখুঁজি করে পর তার দুজনই নিখোঁজ হয়

আরো সংবাদ পড়ুন

© ২০২০-২০২৫ তরঙ্গ টিভি,  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

   
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট