1. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:০৪ অপরাহ্ন

সন্তানের বিরুদ্ধে থানায় অভিযোগ করলেন মা

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় মাদকাসক্ত ছেলে রবিউল আলমের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে মা পারুল বেগম। বুধবার সকালে হাজীগঞ্জ থানায় ছেলে রবিউলের বিরুদ্ধে এ অভিযোগ করা হয়।

 

রবিউল আলম (২১) হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ ইউনিয়ন নিশ্চিন্তপুর বটসাহেব বাজার এলাকার শাহাজানের ছোট ছেলে।

 

অভিযোগকারী মা পারুল বেগম জানান, আমার দুই ছেলে। তার মধ্যে রবিউল প্রতিদিন মাদকাসক্ত হয়ে থাকে। মাদক বিক্রি করে মাদক খায়। তাকে বারবার সতর্ক করা হলেও কোনো কাজে আসে না। সে ঘরের গাভিসহ মালামাল চুরি করে। ছেলেকে নিয়ে আমাদের পরিবার অত্যন্ত বেকায়দায় পড়ে আছে।

 

হাজীগঞ্জ থানার ওসি মহিউদ্দিন ফারুক জানান, রবিউলের মা থানায় একটি অভিযোগ করেছেন। আমরা তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার চেষ্টা করছি।

আরো সংবাদ পড়ুন

© ২০২০-২০২৫ তরঙ্গ টিভি,  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

   
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট