1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে সমন্বয়কদের গাড়িতে হামলা, ব্যাগ মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৮৩ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। গাড়ি থেকে মোবাইল ও ব্যাগ নিয়ে গেছে হামলাকারীরা। রবিবার (৮ ডিসেম্বর) রাত ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মোগড়াপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ঢাকা থেকে বান্দরবানের লামার উদ্দেশ্যে যাচ্ছিলেন ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

রবিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ বিষয়ে লিখেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। ফেসবুকে তিনি লিখেছেন, ‘ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে হামলার শিকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহর। সেখানে তাদের ব্যাগ এবং মোবাইল নিয়ে নেওয়া হয়েছে এবং অনেকেই হামলায় আহত। বাংলাদেশ সরকারের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসুদও তার ফেসবুক পোস্টে গাড়িবহরে হামলার কথা জানিয়েছেন।

কাঁচপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক কাজী ওয়াহিদ মোরশেদ জানান, রাত ২টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মোগড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে বলে তারা জানিয়েছেন। একটি গাড়ি ছিল। গাড়িতে তারা ৮ জন ছিলেন। এমনভাবে আহত কেউ নেই তবে গাড়ির গ্লাস ভাঙা ছিল। প্রাথমিকভাবে এটি ছিনতাইকারীদের কাজ বলে ধারণা করা হচ্ছে। তদন্ত করে এ ব্যাপারে জানা যাবে এটি আসলে হামলা নাকি ছিনতাই। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইমাম জানান, রাতে মোগড়াপাড়া এলাকায় এমন ঘটনা ঘটেছে জেনেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট