
ঝিনাইদহে স্বামীর তালাবদ্ধ দোকানঘর থেকে তাসলিমা খাতুন নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১২ অক্টোবর) রাতে ঝিনাইদহ শহরতলীর গোপীনাথপুর এলাকার ওই কাঠের দোকানের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে তাসলিমা খাতুনের স্বামী লাল মিয়া পলাতক রয়েছেন।
লালের ভাই সালাম হোসেন বলেন, সকালে লালমিয়া দোকানে আসলে, তার স্ত্রী তাসলিমাও দোকানে আসে। বিকেলে তার ছেলে রাজন বাড়িতে এলে বাবা-মা কাউকেই খুঁজে না পেয়ে তাদের দোকানে গেলে ভেতরে তার মায়ের মরদেহ দেখতে পায়। তখন জানাজানি হলে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। এই ঘটনার পর থেকে রাজন অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে চিকিৎসাধীন আছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঝিনাইদহ পৌরসভার গোপিনাথপুর গ্রামের কাঠমিস্ত্রী লাল মিয়া ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের পাশে একটি দোকান করে ফার্নিচার তৈরির কাজ করেন। তার ছেলে তাদের কাঠের দোকানে ভেতরে তার মায়ের মরদেহ দেখতে পায়। তখন সে পুলিশে খবর দেয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।