1. info@www.tarangotv.com : TV :
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৭:৩৮ পূর্বাহ্ন

হজে যেতে নিবন্ধন করেছেন ৪৩ হাজার ৩৭৪ জন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

আগামী বছর হজে যেতে নির্ধারিত সময়ে নিবন্ধিত হয়েছে ৪৩ হাজার ৩৭৪ জন। রোববার (১২ অক্টোবর) রাত ১২টায় এ নিবন্ধন শেষ হয়।

তবে এখনও কোটার তিনভাগের একভাগ হজযাত্রীও নিবন্ধন করেননি। নিবন্ধনের সময় বাড়বে কি না, তা আজ সোমবার (১৩ অক্টোবর) জানা যাবে বলে ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

 

এদিকে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) নিবন্ধনের সময় আগামী ৫ নভেম্বর পর্যন্ত বাড়ানোর আবেদন জানিয়েছে।

 

ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, নিবন্ধনের বিষয়টি সৌদি আরবের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট