1. info@www.tarangotv.com : TV :
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৭:২৭ অপরাহ্ন

শরীয়তপুর ডামুড্যা উপজেলার ৬৯ নাম্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন সমস্যায় জড়িত।

শরীয়তপুর প্রতিনিধিঃ। আবুঅলম
  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

শরীয়তপুর ডামুড্যা উপজেলা ইসলামপুর ইউনিয়নের গঙ্গেশকাটি ৬৯নং মহিউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বিভিন্ন সমস্যায় জর্জরিত ভোগান্তি পোহাতে হচ্ছে ছাত্র/ছাত্রীদের

 

১৩ই অক্টোবর সোমবারবার সরজমিনে গিয়ে দেখা যায় স্কুলটি শুরু থেকেই নেই কোন ছাত্রছাত্রীদের বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা এবং নেই খেলার একটি মাঠ স্কুলের আশপাশে বছরের ছয় মাসই থাকে প্লাবিত ছাত্র-ছাত্রীদের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে ‌।

 

প্রতিনিয়ত স্থানীয় জনতার ভাষ্যমতে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থার জন্য বারবার আবেদন করা শর্তে ও এখন পর্যন্ত তাদের ভাগ্যে জোটেনি একটি গভীর নলকূপ । স্কুলের বারান্দাতেই দৌড়াদৌড়ি এবং খেলাধুলা ছোটাছুটি করে , মাঠ না থাকার কারণে খোলা জায়গায় খেলাধুলা করতে পারছে না কোমলমতি ছাত্রছাত্রীরা।

 

পঞ্চম শ্রেণীর ছাত্র মোহাম্মদ ওমর ফারুক বলে অনেক পানির পিপাসা লাগলেও পানি খেতে পারি না টিউবল নেই অনেক দূর থেকে পানি আনতে হয় আমাদের। চতুর্থ শ্রেণীর ছাত্রী হাসিবা বলেন বর্ষার ছয় মাসে আমাদের স্কুলের চতুর ধারে প্লাবিত হয়ে থাকে এবং স্কুলের রাস্তাও প্লাবিত হয়ে যায় আমরা হাঁটু পানি দিয়ে স্কুলে আসা যাওয়া করতে হয়।তৃতীয় শ্রেণীর ছাত্রী ফাতেমা বলেন অনেক সময় স্কুলে আসতে হলে বই খাতা ভিজে যায় কারন ইস্কুলের রাস্তায় হাঁটু পানি থাকে বই-পুস্তক ভিজে গেলে আর স্কুলে সেদিন আসা হয় না, বিদ্যালয়ের যাতায়াত পথে পানি প্লাবিত হওয়ার কারণে অনেক শিক্ষার্থীর পানিবাহিত রোগে আক্রান্ত হতে হয়।

 

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন টিউবওয়েলের জন্য উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীতে আবেদন করে কোন পতিকার পাই নাই।

 

বিদ্যালয়ের সহকারি শিক্ষক অনুপম বলেন স্থানীয় লোকজন ধরে আমরা একটি সেলো টিউবওয়েল বসানো হয় আয়রনযুক্ত থাকার কারণে এই পানি খাওয়ার অযোগ্য । এলাকার স্থানীয় নাম বলতে অনিচ্ছুক তিনি বলেন, আমার সন্তান এই স্কুলে পড়ালেখা করে মাঝে মাঝে দেখা যায় আমার সন্তান সহ অন্যান্য সহপাঠী নিয়ে আমার বাড়িতে পানি খেতে আসে ।

 

এই বিদ্যালয়ে বিভিন্ন সমস্যায় জড়িত বিদ্যালয়ে শিক্ষক সংকট ,লেখাপড়ার মান নিম্নমানের পাঠদান বিভিন্ন সমস্যায় রয়েছে। ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা বলেন, আমার কোন বরাদ্দ নেই থাকলে টি-বয়েলের ব্যবস্থা করে দিতাম। এই ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুকণ্ঠ ভক্ত বলেন, আমি অতটা জানতে পারি নাই অফিসে লিখিত দরখাস্ত দিলে আমি ব্যবস্থা নিব ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট