1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
সোমবার, ১২ মে ২০২৫, ০৯:১৯ অপরাহ্ন

হত্যা মামলার আসামি শহিদ জিয়া টুর্নামেন্টের বিশেষ অতিথি

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৯৪ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যার ঘটনায় একাধিক হত্যা মামলার আসামিকে শহিদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে দাওয়াত দেওয়া হয়েছে। 

বিষয়টি প্রকাশ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও এলাকায় সমোলচনার ঝড় বয়ে যাচ্ছে। এ আয়োজনে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা ঘটনায় একাধিক মামলার আসামিসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।জানা গেছে, গত ২৩ নভেম্বর লালমাটিয়া ভয়েজ স্কুল মাঠে লালমাটিয়া যুব সমাজের উদ্যোগে শহিদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে একাধিক হত্যা মামলার আসামি আনিসুর রহমান সোহাগসহ বিএনপির নির্বাহী কমিটির উপদেষ্টা আতাউর রহমান ঢালী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক, মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহবায়ক অহিদুজ্জামান ইরান ও মোহাম্মদপুর থানা যুবদলের সভাপতি জাহিদ হাসান মোড়ল উপস্থিত ছিলেন।

 

 

একাধিক হত্যা মামলা ছাড়াও আনিসুর রহমান সোহাগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস হাফিজুর রহমান লিকু, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের হেভিওয়েট নেতা জাহাঙ্গীর কবির নানক ও আমির হোসেন আমুর সঙ্গে সখ্যের সুযোগে বিগত সরকার আমলে বেপরোয়া ছিলেন।

পরিবর্তিত পরিস্থিতির পরও হাফিজুর রহমান লিকুর রাজধানীর মোহাম্মদপুরের বসিলার মধু সিটির ১০ তলা বাড়ির দেখভালের দায়িত্বে রয়েছেন এই সোহাগ।অভিযোগ রয়েছে, লিকুর সব অবৈধ সম্পদের দেখভালের পাশাপাশি নগদ টাকাও গচ্ছিত রয়েছে সোহাগের কাছে। এছাড়া তার বিরুদ্ধে সার্টিফিকেট জালিয়াতিসহ বহুমুখী প্রতারণার অভিযোগ রয়েছে।

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যায় একাধিক মামলার আসামি কিভাবে শহিদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের দাওয়াত পেয়েছেন? এ প্রশ্নের জবাবে অনুষ্ঠানের আয়োজক ও মোহাম্মদপুর থানা যুবদলের সাবেক সভাপতি জাহিদ হাসান মোড়ল জানান, একাধিক হত্যা মামলার আসামি বিষয়টি আমার জানা ছিল না। আমি ১/১১ এর পরে আটক হয়ে দীর্ঘদিন জেলহাজতে ছিলাম। কে বিএনপি করে, কে আওয়ামী লীগ করে, তা আমি ওই রকমভাবে জানি না। আর সোহাগের বিষয়টি আমাদের জানা ছিল না। যেহেতু আমরা জানতে পেরেছি, সামনে খেয়াল রাখব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট