1. info@www.tarangotv.com : TV :
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৭:৪৪ পূর্বাহ্ন

খুলনার পাইকগাছায় স্বামী স্ত্রীর নামে মিথ্যা মামলার অভিযোগ উঠেছে।

সোহেল রানা জেলা প্রতিনিধি।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

খুলনার পাইকগাছা উপজেলার দক্ষিণ গজালিয়া গ্রামের ৮ নং ওয়ার্ডের প্রতিবেশীদের মধ্যে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে হুমকি-ধামকির অভিযোগ উঠেছে।

অভিযুক্ত হলেন স্থানীয় বাসিন্দা ললিত সরদার ও তার পরিবার, দীপঙ্কর সরদার ও তার স্ত্রী সাংবাদিকদের জানান, ললিত সরদার (বয়স আনুমানিক ১০০ বছর) প্রায়ই তাদের ঘরের সামনে পাত্রে প্রসাব ফেলে আসছেন।

কয়েকদিন আগে একই ঘটনা ঘটলে সুমিত্রা প্রতিবাদ জানান। এসময় সুমিত্রা সরদার ললিত সরদারকে বিষয়টি বোঝাতে গেলে উল্টো ললিত সরদার তাকে গালিগালাজ করেন এবং গলা চেপে ধরেন বলে অভিযোগ করেন তিনি। উত্তেজনার মুহূর্তে সুমিত্রা সরকার খেজুরের ডাল দিয়ে একবার ললিত সরদারকে আঘাত করেন।পরবর্তীতে দীপঙ্কর ও তার পরিবার ললিত সরদারের কাছে ক্ষমা চান এবং তার চিকিৎসার জন্য হাসপাতালে যান বলে দাবি করেছেন। তারা জানান, পারিবারিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করলেও ললিত সরদার তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন।দীপঙ্কর সরদার আরও বলেন, আমাদের উঠোনের সামনে এখন ভাত, তরকারি ও ময়লা ফেলা হচ্ছে।

আমরা বন্ধ করতে বললে উল্টো আমাদের গালিগালাজ ও হুমকি দেওয়া হচ্ছে।

এ বিষয়ে অভিযুক্তদের কাছে সাংবাদিকরা জানতে চাইলে তারা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ললিত সরদারের বয়স শত বছরের বেশি হওয়ায় তিনি কখনো কখনো ভুল করে ফেলেন। তবে যেখানে ভাত ও তরকারি ফেলা হয়েছে, তা নিয়ে তাদের নামে ইচ্ছাকৃতভাবে অপবাদ দেওয়া হচ্ছে বলে দাবি করেন তারা।

গ্রামের বাসিন্দাদের মতে, ঘটনাটি পারিবারিক ভুল-বোঝাবুঝি থেকে শুরু হলেও বর্তমানে আইনি প্রক্রিয়ায় গড়িয়েছে। এলাকাবাসী দ্রুত পারিবারিক বা স্থানীয়ভাবে সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান চায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট