শরীয়তপুরে সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর সাজেদুর রহমানের নেতৃত্বে পরিচালিত যৌথ বাহিনির বিশেষ অভিযানে অবৈধ অস্ত্রসহ মানিক মোল্লা (৩০) কে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) রাতে ১০টায় নড়িয়া উপজেলার জপসা ইউনিয়নের কোব্বাস মাদবর কান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ।
স্থানীয় সূত্রে জানা গেছে, শরীয়তপুর সেনা ক্যাম্প কমান্ডার মেজর সাজেদুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে কোব্বাস মাদবর কান্দি এলাকার শাহজাহান মোল্লার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি সিঙ্গেল শর্টগান ও দেশীয় তৈরি অস্ত্রসহ শাহজাহান মোল্লার ছেলে মানিক মোল্লা(৩০ )কে গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে মানিক মোল্লাকে প্রাথমিক আটক করে জিজ্ঞাসাবাদ করলে মানিক মোল্লার দেখানো মতে তার বসত ঘড় থেকে একটি সিঙ্গেল শর্ট গান ও দেশীয় অস্র উদ্ধার করা হয় ।
অভিযানের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী ও যৌথ বাহিনির এমন অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আটক মানিক মোল্লাকে নড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্প্রতি শরীয়তপুর জেলার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র ও অপরাধ দমনে যৌথ বাহিনী অভিযান জোরদার করেছে